আন্তর্জাতিক ডেস্ক:বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আয উযমা নুরী হামাদানি বলেছেন যে, ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী (রহ.) সব সময় কুফরি ও সাম্রাজ্যবাদি অপশক্তির বিরুদ্ধে অপোষহীন ছিলেন; তাই আমাদেরও উচিত তার পদাংশ অনুসারে সাম্রাজ্যবাদিদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখা।
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আয উযমা নুরী হামাদানি
আজ ১৪ই এপ্রিল ইরানের ধর্মীয় নগরী কোমে শীর্ষ আলেমদের এক সেমিনারে
বক্তৃতাকালে বলেন: হাদীস ও রেওয়ায়েতের দৃষ্টিতে শেষ জামানায় কোম মুসলিম
জাহানের জ্ঞান নগরীতে পরিণত হবে। এ শহর থেকে সারা বিশ্বে ইসলাম ও কোরআনের
জ্ঞান মানুষের নিকট পৌছে যাবে। বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলেও আমরা এ
ঘটনার বাস্তবতা সহজেই বুঝতে পারি।
তিনি বলেন: ইমাম খোমেনী (রহ.) পবিত্র কোম শহর থেকে তাগুত সরকারের পতন এবং
ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। আর তার সে আহ্বানে সাড়া দিয়ে
সারা ইরানের জনগণ ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল। ইমাম
খোমেনীর এ আন্দোলনের মূলনীতি ছিল আল্লাহ সর্বশক্তিমান এবং সাম্রাজ্যবাদিদের
বিরুদ্ধে আপোষহীন। তিনি তার এ বিপ্লবী চিন্তাধারার মাধ্যমে এ আধুনিক
বিশ্বে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। কাজেই এ
মহান ইমামের অনুসারী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে কুফরি ও
সাম্রাজ্যবাদি অপশক্তির বিরুদ্ধে আপোষহীন নীতি বজায় রাখা।
iqna