বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সেদেশের নিরীহ মুসলমানদের ওপর হামলা অব্যাহত রেখে রাখাইন প্রদেশের "মুন্ডো" শহরের মসজিদ ও মাদ্রাসাসমূহ পরিদর্শনের অজুহাতে এসকল ধর্মীয় স্থানে হামলা চালিয়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনী, পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের নিয়ে গঠিত প্রায় ১০০ জন একটি দল সেদেশের মুন্ডো" শহরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা পরিদর্শনের অজুহাতে এসকল ধর্মীয় স্থানে হামলা চালিয়ে মসজিদ ও পবিত্র কুরআনের অবমাননা করেছে। হামলার সময় তারা পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে মাটিতে ফেলে রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, মসজিদের পেশ ইমামদের নামে মিথ্যা অভিযোগ এনে তাদের গ্রেফতার করার অজুহাতে এবং মসজিদে ইমামতি করার ক্ষেত্রে তাদের বাধা প্রয়োগ করার জন্য এ হামলা চালাই সামরিক বাহিনী।
বালাবাহুল্য, ২০১২ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের নিধন করার জন্য সেদেশের চরমপন্থি বৌদ্ধরা পাশবিক হামলা চালায় এবং এ হামলার ফলে সহস্রাধিক মুসলমান নিহত হয়েছে এবং অনেকেই বস্তুচ্যুত হয়েছে।
মিয়ানমারে ১৫ শতাংশ মুসলমান রয়েছে। এরমধ্যে অধিকাংশই জাতিগত বৈষম্যের কারণ চরমপন্থি বৌদ্ধদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।