IQNA

মসজিদুন্নবীর (সা.) পেশ ইমামের দাফনের কিছু চিত্র

23:07 - April 18, 2016
সংবাদ: 2600628
আন্তর্জাতিক ডেস্ক: মদিনার মসজিদুন্নবীর (সা.) ক্বারি শেখ মোহাম্মাদ আইয়্যুবের দাফন কর্ম মদিনায় সম্পন্ন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শনিবার ১৬ই এপ্রিল মুসলিম জাহানের চারটি শ্রেষ্ঠ মসজিদের অন্যতম তথা মদিনার মসজিদুন্নবীর (সা.) বিশিষ্ট ক্বারি শেখ মোহাম্মাদ আইয়্যুব ৬৫ বছর বয়সে ইন্তেকাল (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) করেছেন।
মরহুম শেখ মোহাম্মাদ আইয়্যুবের দাফন কর্মের কিছু ছবি উপস্থাপন করা হল।
iqna

captcha