বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ বুধবার ২০শে এপ্রিল রাজধানী তেহরানে ছাত্র সংগঠনসমূহের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তৃতাকালে বলেন: ইরানের ইসলামী বিপ্লবের শত্রুরা আমাদের অগ্রযাত্রা ও উন্নতিকে বাধাগ্রস্থ করতে নানাবিধ চক্রান্তে লিপ্ত। আর এ চক্রান্তের অংশ হিসেবে যুবসমাজকে নৈতিকভাবে ধ্বংস ও স্নায়ু যুদ্ধ শুরু করেছে। এমন অবস্থাতে ইসলামের পক্ষের সৈনিকদের উচিত হবে নিজেদের সর্ব শক্তি নিয়োগ করে শত্রুদের চক্রান্ত নস্যাত করা। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যুবসমাজ। কেননা যেহেতু শত্রুদের টার্গেট হচ্ছে যুবসমাজ, তাই এক্ষেত্রে যুবকদেরই এগিয়ে আসতে হবে। নিজেদেরকে ঈমানী শক্তিতে বলিয়ান করে শত্রুদের বিরুদ্ধে সর্বদা সজাগ ও সচেতন থাকা যুবকদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
ইরানের সর্বোচ্চ নেতা লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইসলামী দুনিয়ার গৌরব হিসেবে অভিহিত করে বলেন, তিনটি শক্তিশালী আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজিত হলেও হিজবুল্লাহ একাই ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলকে পরাজিত করে। হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা ও তৎপরতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘একটি দুর্নীতিবাজ, ফাঁপা (অন্তঃসারশূন্য) ও পর-নির্ভর সরকার তেল-বিক্রির ডলার দিয়ে অমুক বিবৃতিতে হিজবুল্লাহকে নিন্দা জানালে তার কি গুরুত্ব আছে?! হিজবুল্লাহ ও তার যুবকরা সূর্যের মত উজ্জ্বল এবং তারা গোটা ইসলামী দুনিয়ার জন্য গৌরব।