IQNA

আজারবাইজানে ইমাম মাহদী (আঃ) মসজিদে হামলা করেছে দেশটির সরকার

23:40 - April 25, 2016
সংবাদ: 2600669
আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের নিরাপত্তা বাহিনী সেদেশের বার্দে গ্রামের ইমাম মাহদী (আঃ) মসজিদে হামলা করে মসজিদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।


বার্তা সংস্থা ইকনা: বার্দে গ্রামের স্থানীয় জনগণ জানিয়েছে, এই মসজিদটি ক্ষতিগ্রস্তদের মিলনস্থান এবং বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ছিল। ইমাম মাহদী (আঃ) নামক মসজিদ জনগণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং শহীদদের জন্য শোকানুষ্ঠান উদযাপন করত। এছাড়াও প্রতিদিনই কোরআন তিলাওয়াত ও দোয়া পাঠ করা হত।

স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন: পুলিশ কর্মকর্তারা স্ব- ইউনিফর্মে মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের ভাংচুর করেছে এবং অন্যদেরকে মসজিদের ভিতরে প্রবেশে বাধা দিয়েছে।

বার্দে গ্রামের অধিবাসীরা অতি দরিদ্র এবং দীর্ঘ দিন যাবত নিজেরে অর্থ জমিয়ে এই মসজিদটি নির্মাণ করেছে। এবং সেদেশেরে নিয়ম মোতাবেক আজারবাইজানের পতাকাও মসজিদে উত্তোলন করা হোতো।

Iqna


captcha