IQNA

স্পেনের স্কুলসমূহে ইসলাম শিক্ষা চালু হচ্ছে

22:20 - April 26, 2016
1
সংবাদ: 2600670
আন্তর্জাতিক ডেস্ক: চরমপন্থি ও উগ্রবাদীদের প্রতিরোধ করার জন্য স্পেন সরকার সেদেশের সরকারী স্কুলে ইসলামিক স্টাডিজ শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামধর্ম সম্পর্কে মুসলমানদের সুশিক্ষা দেয়ার উদ্দেশ্যে এই শিক্ষা চালু করা হচ্ছে। অনুরূপভাবে স্পেনর মুসলমানদের মধ্যে ইসলামি পরিচয় জোরদারের উদ্দেশ্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্পেনের সরকারি স্কুলের নির্দেশনার বিষয়টি ইসলামী কমিশনের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং দেশটির শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তা অনুমোদিত হয়। আইনটি ১৯৭৮ সালের সংবিধানের ২৭.৩ অনুচ্ছেদে রয়েছে।

এই আইন অনুযায়ী সরকার অভিভাবকদেরকে নিশ্চয়তা দেয় যে আপনার সন্তানদের ধর্মীয় সুশিক্ষার বিষয়টি আমরা পালন করব।

গেট স্টোনের রিপোর্ট অনুযায়ী, ইসলামী পঞ্চমাংশ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ইসলামী শিক্ষার বিষয়টি, স্পেনের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।

শিশু শ্রেণীতে (৩ থেকে ৬ বছর বয়সের) শিক্ষার্থীদের জন্য ইসলামী আকিদা যেমন: আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং মুহাম্মদ তাঁর প্রেরিত রাসূল শেখানো হবে।

প্রথম শ্রেণী থেকে শিক্ষার্থীদেরকে (৬ থেকে ১২ বছর পর্যন্ত) ইসলামী বিভিন্ন বিষয় যেমন মহানবী হযরত মুহাম্মাদ(সা.) আল্লাহর প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এই বিষয়ের উপর বিস্তারিত শিক্ষা দেয়া হবে।

এরপর পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে ইসলামী বিভিন্ন বিসয় যেমন, আহকাম, নামাজ রোজা, নৈতিক শিক্ষা ইত্যাদি পড়ানো হবে।
iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Kalie
0
0
I like the helpful info you provide in your articles. I’ll bookmark your blog and check again here reyalurlg. I’m quite certain I’ll learn a lot of new stuff right here! Best of luck for the next!
captcha