বার্তা সংস্থা ইকনা: 'আয়মাক' নামে এক ওয়েবসাইটে এক বিবৃতিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ দামেস্কে যায়নাবিয়ায় নামক অঞ্চলে বোমা হামলার দায় স্বীকার করেছে।
গতকাল (সোমবার, ২৫ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে হযরত যায়নাব (সা. আ.) এর পবিত্র মাজারের পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত জনবহুল ‘সাইয়েদা যায়নাব’ এলাকায় গাড়ী বোমা বিস্ফোরণে করে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
বিভিন্ন প্রতিবেদন মারফত জানা গেছে, এ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।
Iqna