IQNA

সমাজে সচেতনতা বৃদ্ধি করতে অস্ট্রেলিয়ার ইসলামী যাদুঘরের প্রচেষ্টা

22:51 - May 01, 2016
সংবাদ: 2600699
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ইসলাম বিরোধীদের ভ্রান্তি ধারণা দূর করতে এবং সমাজে ইসলামী শিক্ষা প্রচারের চেষ্টায় রয়েছে সেদেশের ভিক্টোরিয়া প্রদেশের র্থনব্যারি শহরে ইসলামী যাদুঘর (IMA)।

বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ার ইসলামী যাদুঘরটি ২০১৪ সালে উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ২০ হাজার দর্শক পরিদর্শন করেছেন। পরিদর্শনকারীদের মধ্যে ইসলামী ও অইসলামী স্কুলের ২০০টি দলও রয়েছে।
ইসলামী যাদুঘরের প্রতিষ্ঠাতা 'মুস্তাফা ফাহুর' বলেছেন: এই যাদুঘরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে, বর্তমানে মিডিয়ায় ইসলাম ধর্মের বিরুদ্ধে যে সকল ভুল তথ্য প্রচার হচ্ছে, সে সম্পর্কে যুবকদের সচেতন এবং তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি।
বর্তমানে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান আক্রমণ এবং ইসলামভীতির অন্যান্য পদক্ষেপের প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই যাদুঘরে সকলের সামনে সঠিক ইসলাম এবং বিকৃত ইসলামের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে এবং যুবকদের চরমপন্থা প্রতিরোধের জন্য নেতৃত্ব প্রদান করছে।
iqna
captcha