IQNA

নবুওয়ত প্রাপ্তির দিবস উপলক্ষে মালয়েশিয়ায় উৎসব মাহফিল

23:54 - May 06, 2016
সংবাদ: 2600732
আন্তর্জাতিক ডেস্ক: ঈদে মাবআস তথা হযরত মুহাম্মাদ (স.)'র নবুওয়ত প্রাপ্তির দিবস উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: উক্ত উৎসব মাহফিলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট কারি 'মুহাম্মাদ আব্বাস' উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানী প্রতিনিধি হিসেবে 'মুহাম্মাদ আব্বাস' সেদেশে অবস্থান করছেন। উক্ত মাহফিলে তিন কুরআন তিলাওয়াত করেন।
উৎসব মাহফিলে মালয়েশিয়ায় অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশে 'আলী আকবার জিয়ায়ী' শুভেচ্ছা বক্তৃতা পেশ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত, গজল, মর্সিয়া পরিবেশন করা হয়।
বলাবাহুল্য, ২৭ রজব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)'র নবুওয়ত প্রাপ্তির ঐতিহাসিক দিবস। বিশ্বের মুসলমানদের জন্য দিনটি সবচেয়ে বেশি খুশির দিন। কারণ, মানব জাতির ওপর বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)'র ঐশী নেতৃত্ব এবং ইসলামের চিরন্তন ও বিশ্বজনীন বিধান পূর্ণতা পেয়েছিল পবিত্র এই দিনে।
Iqna


captcha