IQNA

এখন থেকে পবিত্র কাবাঘর বছরে একবার ধৌত করা হবে

0:09 - May 08, 2016
সংবাদ: 2600740
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কাবাঘর এবং মসজিদে নাবী (সা.)এর পরিচালক কমিটি জানিয়েছে, প্রতি বছর পবিত্র কাবাঘর দুইবার ধৌত করার পরিবর্তে এখন থেকে বছরে একবার ধৌত করা হবে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করেছে: পবিত্র কাবাঘরের উন্নয়ন প্রকল্পের কারণে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে জিয়ারতকারীগণ সুস্থ ও নিরাপদে থাকে এবং অতি সহজেই হজ অনুষ্ঠান আঞ্জাম দিতে পারে।

বিগত বছরগুলোই পবিত্র কাবাঘর বছরে দুই বার ধৌত করা হত। একবার হজ অনুষ্ঠান শেষে ১৫ই মুহররম এবং পবিত্র রমজান মাস আসার পূর্বে তথা শাবান মাসের শুরুতে।

বলাবাহুল্য, গতবছর হজ অনুষ্ঠানে সৌদি কর্তৃপক্ষের অবহেলার ফলে প্রায় ৭ হাজার হাজী শহীদ হয়েছেন।

Iqna


ট্যাগ্সসমূহ: কাবাঘর ، পবিত্র ، সৌদি ، ইকনা
captcha