IQNA

ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য সর্বদা দোয়া করাই হচ্ছে প্রকৃত শিয়া হওয়ার শর্ত

14:09 - May 09, 2016
সংবাদ: 2600743
অদৃশ্যকালীন সময়ে শিয়াদের সবচেয়ে বড় কষ্ট হল যে, তারা তাদের মাওলার থেকে দুরে এবং তার নজির বিহীন নূরানী চেহারাকে দেখতে পায় না। অদৃশ্যের পর থেকে আবির্ভাবের জন্য প্রতীক্ষাকারীরা সর্বদা তাকে দেখার আশায় জ্বলছে এবং তার দূরত্বের কারণে আর্তনাদ করছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর(আ.) তার আবির্ভাবের জন্য দোয়া করতে এবং কথা ও কাজের মাধ্যমে তার সন্তুষ্টির জন্য চেষ্টা করতে এবং তার মহান উদ্দেশ্যের পথে চলার নির্দেশ দিয়েছেন। এভাবেই তার আবির্ভাবের পথ সুগম হবে এবং সারা বিশ্ব তার থেকে সরাসরি উপকৃত হবে।

ইমাম মাহদী (আ.) নিজেই বলেছেন: اکثر الدعاء بتعجیل الفرج فان ذالک فرجکم

আমার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী বেশী দোয়া কর কেননা তার মধ্যেই তোমাদের সৌভাগ্য নিহিত রয়েছে ।

যদি প্রতীক্ষাকারী ইমামের সঠিক পরিচিতি অর্জন করতে পারে তাহলে সে এখন থেকেই নিজেকে ইমাম (আ.)-এর পক্ষে অনুভব করবে অর্থাৎ মনে করবে যে, সে ইমাম (আ.)-এর তাবুতে তার পাশেই অবস্থান করছে। সুতরাং কখনোই সে ইমাম (আ.)-এর দলকে শক্তিশালী করার জন্য সামান্যতম সময়কেও হেলায় কাটাবে না।

ইমাম বাকের (আ.) বলেছেন: من مات و هو عارف لامامه لم یضره تقدم هذا الامر او تأخر و من مات و هو عارف لامامه کان کمن هو مع الفائم فی فسطاطه

যে ইমাম (আ.)-কে সঠিকভাবে চিনে মৃত্যুবরণ করবে ইমামের আবির্ভাব দেরীতেই হোক আর নিকটেই হোক তার জন্য কোন ক্ষতির কারণ নয়। অর্থাৎ যে ব্যক্তি ইমাম (আ.)-কে সঠিকভাবে চিনে মৃত্যুবরণ করবে সে সেই ব্যক্তির ন্যায় যে ,ইমাম (আ.)-এর তাবুতে তার পাশেই অবস্থান করছে।

এই পরিচিতি এতই গুরুত্বপূর্ণ যে ইমামগণ (আ.) বলেছেন ,তা অর্জন করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: ইমাম মাহদীর (আ.) দীর্ঘ অন্তর্ধানে বিপথগামীরা সন্দেহে পড়বে। ইমামের ছাত্র যুরারাহ বলল: ঐ পরিস্থিতির শিকার হলে কি করতে হবে? ইমাম (আ.) বললেন: এই দোয়াটি পাঠ করবে।

اَللّهُمَّ عَرِّفْني نَفْسَکَ فَاِنَّکَ اِنْ لَمْ تُعَرِّفْني نَفْسَکَ لَمْ اَعْرِفْ رَسُولَکَ اَللّهُمَّ عَرِّفْني رَسُولَکَ فَاِنَّکَ اِنْ لَمْ تُعَرِّفْني رَسُولَکَ لَمْ اَعْرِفْ حُجَّتَکَ اَللّهُمَّ عَرِّفْني حُجَّتَکَ فَاِنَّکَ اِنْ لَمْ تُعَرِّفْني حُجَّتَکَ ضَلَلْتُ عَنْ ديني

হে আল্লাহ! আপনি নিজেই আমাকে আপনার পরিচয় জানার তৌফিক দান করুন, কেননা আপনাকে না চিনলে আমি আপনার রাসূলকে চিনতে পারব না। আর আপনার রাসূলকে না চিনতে পারলে আপনার হুজ্জাত তথা ইমামদেরকে চিনতে পারব না এবং আপনার হুজ্জাত তথা ইমাম মাহদীকে না চিনতে পারলে আমি পথভ্রষ্ট হয়ে যাব।

এই দোয়ার শিক্ষা হল আমাদের অন্তর সর্বদা ইমাম মাহদীর (আ.) ভালবাসায় পরিপূর্ণ। কিন্তু আমরা আপনার উপর আশা নিয়ে বসে আছি যখনই আপনি তাকে প্রেরণ করবেন তখনই আমরা তার সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ব।

ইমাম মাহদী(আ.) আল্লাহর হুজ্জাত, রাসূল (সা.)-এর প্রকৃত প্রতিনিধি এবং সর্বসাধারণের নেতা তথা ইমাম। তার আনুগত্য সবার জন্য ওয়াজিব, কেননা তার আনুগত্য আল্লাহর আনুগত্যেরই অনুরূপ।

প্রকৃত শিয়াদের কাজ হচ্ছে দিবা-রাত্র নামাজান্তে আল্লাহর দরবারে হাত তুলে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য দোয়া করা। ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: «فَتَوَقَّعُوا الْفَرَجَ صَبَاحاً وَ مَسَاءً؛

দিবা-রাত্র সারাদিন ২৪ ঘণ্টা ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের অপেক্ষায় থাক।
ট্যাগ্সসমূহ: ইমাম ، মাহদীর ، ইকনা
captcha