IQNA

৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০ দেশের প্রতিনিধি

23:49 - May 09, 2016
সংবাদ: 2600746
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আওকাফ ও জনকল্যাণ অধিদপ্তরের প্রধান হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদি জানিয়েছেন যে, আগামী ১১ই মে থেকে অনুষ্ঠিত ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০ দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে।

বার্তা সংস্থা ইকনা:
হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদি আজ ৯ই মে সোমবার সকালে ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা উপলক্ষে এক সংবাদিক সম্মেলনে বলেন: কোরআন একমাত্র আসমানী কিতাব; যা সংরক্ষণে দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। কোরআন বিশ্বজনীন এবং সর্বশেষ ও পরিপূর্ণ  আসমানী কিতাব; আল্লাহ যে কিতাবের মাধ্যমে সমগ্র মানুষ জাতিকে হেদায়েতের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন: আজ মুসলিম দেশগুলোর সম্মান সেদেশের প্রাকৃতিক ও পার্থিব সম্পদ নয়; বরং মুসলিম দেশের প্রকৃত সম্পদ হচ্ছে পবিত্র কোরআন এবং মুসলমানদের ঈমানী চেতনা। আমিরুল মু'মিনিন আলী (.) তার অন্তিম মুহুর্তে আমাদের উদ্দেশ্যে যে ওসিয়াত করেছেন, তা পবিত্র কোরআনকে ঘিরেই। তিনি বলেছেন যে, তোমরা পবিত্র কোরআনের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকবা। এমন যেন না হয় যে, কোরআনের ক্ষেত্রে কেউ তোমাদের অগ্রগামী হয়ে যায়।

তিনি বলেন: ইমাম খোমেনীর নেতৃত্বে ইরানের বুকে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩৩ বছর যাবত প্রতি বছর তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রতি বছরই পূর্বের বছরের তুলনায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ কোরআন প্রতিযোগিতা। এ বছর ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ৭০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য আগামী ১১ই মে বুধবার থেকে ১৭ই মে মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


3496012


ট্যাগ্সসমূহ: ইকনা ، ইরানের ، কোরআন
captcha