তিনি বলেন: আজ মুসলিম দেশগুলোর সম্মান সেদেশের প্রাকৃতিক ও পার্থিব সম্পদ নয়; বরং মুসলিম দেশের প্রকৃত সম্পদ হচ্ছে পবিত্র কোরআন এবং মুসলমানদের ঈমানী চেতনা। আমিরুল মু'মিনিন আলী (আ.) তার অন্তিম মুহুর্তে আমাদের উদ্দেশ্যে যে ওসিয়াত করেছেন, তা পবিত্র কোরআনকে ঘিরেই। তিনি বলেছেন যে, তোমরা পবিত্র কোরআনের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকবা। এমন যেন না হয় যে, কোরআনের ক্ষেত্রে কেউ তোমাদের অগ্রগামী হয়ে যায়।
তিনি বলেন: ইমাম খোমেনীর নেতৃত্বে ইরানের বুকে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩৩ বছর যাবত প্রতি বছর তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রতি বছরই পূর্বের বছরের তুলনায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ কোরআন প্রতিযোগিতা। এ বছর ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ৭০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য আগামী ১১ই মে বুধবার থেকে ১৭ই মে মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।