IQNA

আরবী ভাষায় ডাবিং হতে যাচ্ছে ‘মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.)’ ফিল্ম

23:58 - May 09, 2016
সংবাদ: 2600748
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র ‘মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.)’ শিঘ্রই আরবী ভাষায় ডাবিং হবে।


 বার্তা সংস্থা ইকনা: ইরানের সফল চলচ্চিত্রকার মুহাম্মাদ মাজিদ মাজিদি কর্তৃক নির্মিত ‘মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.)’ ফিল্ম সারা বিশ্বে সাড়া জাগানোর পর এ ফিল্ম নির্মাতা প্রতিষ্ঠান ফিল্মটি আরবী ভাষায় ডাবিং এর সিদ্ধান্ত নিয়েছে। এ ফিল্মটি ইসলামের নবী হযরত মুহাম্মাদের (সা.) জীবন ইতিহাস ও ইসলামের শান্তির বাণী অত্যন্ত চমকপ্রদ ভাবে চিত্রায়িত হয়েছে। 

‘মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.)’ ফিল্মটি আরবী ভাষায় ডাবিং এর পর তা আরব দেশগুলোতে প্রচারিত হবে। ইতিমধ্যে ছবিটি আরবীতে ডাবিং এর জন্য লেবাননের আল আরজ কালচারাল সেন্টারের সাথে এক চুক্তি সাক্ষরিত হয়েছে। ছবিটি লেবাননের রাজধানী বৈরুতে ডাবিং হবে।  

উল্লেখ্য নান্দনিকভাবে চিত্রায়িত এই ছবিটির দৈর্ঘ্য ১৭১ মিনিট। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চার কোটি মার্কিন ডলার। ছবিটি আংশিকভাবে অর্থায়ন করেছে দেশটির সরকার। ছবিটি নির্মাণে সময় লেগেছে সাত বছরেরও বেশি।

ছবিটি ইরানের ব্যাপক ব্যবসা সফল ছবিগুলোর শীর্ষে অবস্থান করে নিতে পেরেছে।

iqna

ট্যাগ্সসমূহ: আরবী ، মুহাম্মদ ، ইরানের ، ইকনা
captcha