‘মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.)’ ফিল্মটি আরবী ভাষায় ডাবিং এর পর তা আরব দেশগুলোতে প্রচারিত হবে। ইতিমধ্যে ছবিটি আরবীতে ডাবিং এর জন্য লেবাননের আল আরজ কালচারাল সেন্টারের সাথে এক চুক্তি সাক্ষরিত হয়েছে। ছবিটি লেবাননের রাজধানী বৈরুতে ডাবিং হবে।
উল্লেখ্য নান্দনিকভাবে চিত্রায়িত এই ছবিটির দৈর্ঘ্য ১৭১ মিনিট। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চার কোটি মার্কিন ডলার। ছবিটি আংশিকভাবে অর্থায়ন করেছে দেশটির সরকার। ছবিটি নির্মাণে সময় লেগেছে সাত বছরেরও বেশি।
ছবিটি ইরানের ব্যাপক ব্যবসা সফল ছবিগুলোর শীর্ষে অবস্থান করে নিতে পেরেছে।