IQNA

ইরানের জাতীয় সংসদের স্পিকারের উপস্থিতিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা উদ্বোধন হবে

19:23 - May 11, 2016
সংবাদ: 2600755
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ ১১ই মে ইরানের জাতীয় সংসদের স্পিকারের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: বিশ্বের ৭৫টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ ১৭টায় তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় ৩৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৩৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানের জাতীয় সংসদের স্পিকার "আলী লারিজানী" উপস্থিত থাকবেন। এছাড়াও ইরানের সামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সংসদ প্রতিনিধি এবং কোরআনের সোসাইটির সদস্যগণ উপস্থিত থাকবেন।

"এক জাতি এক গ্রন্থ" শিরোনামে উক্ত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ১১মে থেকে একাধারে ১৬ই মে পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রতিযোগিতার প্রথম পর্যায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে ১৬ জন (দৃষ্টি প্রতিবন্ধী) হাফেজ অংশগ্রহণ করবেন।

Iqna


ট্যাগ্সসমূহ: ইরানের ، তেহরানে ، ইসলামী ، কেরআন
captcha