বার্তা সংস্থা ইকনা: নিরাপত্তার জন্য এসকল সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং অপটিক্যাল ক্যাবল দিয়ে ক্যামেরাগুলো লাগানো হয়েছে।
এসকল সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিচালক শেখ আব্দুল মাহদী আল কারবালায়ী বলেন: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের নিরাপত্তা জোরদার করার জন্য এসকল ক্যামেরা লাগানো হয়েছে এবং নিরাপত্তার জন্য এগুলো অপরিসীম গুরুত্ব পালন করবে। কারণ যেসকল শত্রুরা ঘটনাস্থলে এসে ষড়যন্ত্রের পরিকল্পনা গ্রহণ করে এসকল ক্যামেরার মাধ্যমে তাদেরকে গ্রেফতার সহজ হবে।
তিনি আরও বলেন: এছাড়াও এসকল ক্যামেরার মাধ্যমে ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের লক্ষাধিক জিয়ারতকারীদের পরিচালনা ও নিরীক্ষণ করা সম্ভব।