IQNA

নিরাপত্তার জন্য ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে ৮০০ ক্যামেরা

1:44 - May 12, 2016
সংবাদ: 2600760
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিচালক কমিটি জানিয়েছে: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান ও রোডে ৮০০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: নিরাপত্তার জন্য এসকল সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং অপটিক্যাল ক্যাবল দিয়ে ক্যামেরাগুলো লাগানো হয়েছে।

এসকল সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিচালক শেখ আব্দুল মাহদী আল কারবালায়ী বলেন: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের নিরাপত্তা জোরদার করার জন্য এসকল ক্যামেরা লাগানো হয়েছে এবং নিরাপত্তার জন্য এগুলো অপরিসীম গুরুত্ব পালন করবে। কারণ যেসকল শত্রুরা ঘটনাস্থলে এসে ষড়যন্ত্রের পরিকল্পনা গ্রহণ করে এসকল ক্যামেরার মাধ্যমে তাদেরকে গ্রেফতার সহজ হবে।

তিনি আরও বলেন: এছাড়াও এসকল ক্যামেরার মাধ্যমে ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের লক্ষাধিক জিয়ারতকারীদের পরিচালনা ও নিরীক্ষণ করা সম্ভব।

Iqna


ট্যাগ্সসমূহ: ইরাকের ، ইমাম ، হুসাইন
captcha