ইউরোপে ইসলামের সাথে চরমপন্থি দলগুলোর সম্পর্কের কথা সম্পূর্ণ রূপে তিনি অস্বীকার করে বলেন, প্রকৃত ইসলামের সঙ্গে চরমপন্থার মধ্যে কোনো নেই।
অনুরূপ ভাবে তিনি বলেন: যদি মুসলিম নারীরা হিজাব ব্যবহার করতে চাই, তাহলে তাদের অধিকারকে অবশ্যই সম্মান দিতে হবে। যে অধিকারের মাধ্যমে একজন খ্রিস্টান স্বাধীন ভাবে গলায় ক্রুশ পরে, ঠিক সেই অধিকারেই একজন মুসলিম নারী হিজাব ব্যবহার করবে।
জামানার ইমামের আবির্ভাবের ব্যাপারে পোপ বলেন: ইসলাম ধর্মের দৃষ্টিতে জামানার ইমামের আবির্ভাবের পর চূড়ান্ত জয় হয়। এটা শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ বিষয়ের প্রতি ইঞ্জিলেও ইঙ্গিত করা হয়েছে।