IQNA

জামানার ইমামের আবির্ভাব এবং হিজাব রক্ষার্থে পোপের বিবৃতি

23:42 - May 18, 2016
সংবাদ: 2600803
আন্তর্জাতিক বিভাগ: ক্যাথলিক বিশ্বের নেতা বলেছেন: যদি মুসলিম নারীরা হিজাব ব্যবহার করতে চাই, তাহলে তাদের অধিকারকে অবশ্যই সম্মান দিতে হবে। যে অধিকারের মাধ্যমে একজন খ্রিস্টান স্বাধীন ভাবে গলায় ক্রুশ পরে, ঠিক সেই অধিকারেই একজন মুসলিম নারী হিজাব ব্যবহার করবে।

বার্তা সংস্থা ইকনা: ফরাসি ক্যাথলিক সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস বলেন: মুহাজিরদেরকে ইউরোপে আশ্রয় দিতে হবে। তাদের আশ্রয় প্রদানের মাধ্যমে মুসলমান ও খ্রিস্টানরা পরস্পর শান্তিপূর্ণভাবে ভাইয়ের মত একত্রে জীবন-যাপন করতে পারেন।

ইউরোপে ইসলামের সাথে চরমপন্থি দলগুলোর সম্পর্কের কথা সম্পূর্ণ রূপে তিনি অস্বীকার করে বলেন, প্রকৃত ইসলামের সঙ্গে চরমপন্থার মধ্যে কোনো নেই।

অনুরূপ ভাবে তিনি বলেন: যদি মুসলিম নারীরা হিজাব ব্যবহার করতে চাই, তাহলে তাদের অধিকারকে অবশ্যই সম্মান দিতে হবে। যে অধিকারের মাধ্যমে একজন খ্রিস্টান স্বাধীন ভাবে গলায় ক্রুশ পরে, ঠিক সেই অধিকারেই একজন মুসলিম নারী হিজাব ব্যবহার করবে।

জামানার ইমামের আবির্ভাবের ব্যাপারে পোপ বলেন: ইসলাম ধর্মের দৃষ্টিতে জামানার ইমামের আবির্ভাবের পর চূড়ান্ত জয় হয়। এটা শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ বিষয়ের প্রতি ইঞ্জিলেও ইঙ্গিত করা হয়েছে।

iqna

ট্যাগ্সসমূহ: নেতা ، ইসলাম ، দায়েশকে
captcha