IQNA

হজের জন্য দায়েশের শর্ত!

19:44 - May 20, 2016
সংবাদ: 2600812
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলকৃত অঞ্চল সমূহের অধিবাসীদের হজ পালনের ক্ষেত্রে কিছু শর্ত বেধে দিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী!

বার্তা সংস্থা ইকনা: সিরিয়া বিরোধী এক সংগঠন নিজস্ব ওয়েবসাইটে লিখেছে, যে সকল ব্যক্তি হজ পালন করতে চাই, অবশ্যই তাদের নীচের শর্তগুলো পালন করতে হবে:
- দায়েশের সদস্যদের নিকট হতে দুটি পরিচয় পত্র গ্রহণ
- যদি ফিরে না আসে তাহলে তার সকল সম্পত্তি দায়েশকে হস্তান্তর করার উকালাতনামা।
-৩৬ বা তার অধিক বয়স হতে হবে।
এছাড়াও, চলতি বছরে যারা হজে যেতে ইচ্ছুক, তাদের সকল পরিচয় পত্র দায়েশের নিকট জমা দিতে বলেছে।
Iqna


ট্যাগ্সসমূহ: দায়েশের ، হজ
captcha