IQNA

16:47 - May 26, 2016
সংবাদ: 2600849
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র শাবে বরাত ও ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আজারবাইজানের রাজধানী বাকু'য় ফেরেশতাদের দোয়া" শিরোনামে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: উক্ত উৎসব অনুষ্ঠান গতকাল (২৫শে মে) মহিলা সংগঠন "নারগিস"-এর সহযোগিতায় এবং "জাতীয়-আধ্যাত্মিক মূল্যবোধ" নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।

জামানার ইমাম হযরত মাহদী (আ.)এর আবির্ভাবের গুরুত্বের আলোকে বক্তৃতা পেশ করেন আজারবাইজানের আলেম "রামিন বাদালউফ"।

আজারবাইজানের নতুন প্রজন্মদের জামানার ইমামের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে উক্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসব অনুষ্ঠানে স্থানী জনগণ অংশগ্রহণ করেছে এবং ব্যাপক স্বাগত জানিয়েছে।

Iqna


ট্যাগ্সসমূহ: ইমাম ، মাহদী ، শাবে বরাত
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: