IQNA

শত্রুরা ইসলামী বিপ্লবকে ধ্বংস করতে গভীর চক্রান্তে লিপ্ত : সর্বোচ্চ নেতা

17:26 - May 26, 2016
সংবাদ: 2600850
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, ইসলামের শত্রুরা ইরানের ইসলামী বিপ্লবকে ধ্বংস করতে গভীর চক্রান্তে লিপ্ত; কিন্তু আল্লাহর রহমতে তারা কখনও সফলতার মুখ দেখবে না।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ তেহরানে বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে পরমাণু সমঝোতায় ইরানের বিজয়ের কথা উল্লেখ করে বলেন, একটা সময় ছিল যখন শত্রুরা ইরানে একটি সেন্ট্রিফিউজের অস্তিত্বকেও মেনে নিতে চাইত না। কিন্তু অবশেষে তারা ইরানের পরমাণু শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। আমেরিকা আসলে আমাদেরকে কোনো ছাড় দেয় নি, বরং আমরা আমাদের নিজস্ব শক্তি দিয়েই তা অর্জন করেছি।

শত্রুরা নানা পথ অবলম্বন করেও ইরানি জাতিকে কাবু করতে ব্যর্থ হওয়ায় এখন 'নরম যুদ্ধ' চাপিয়ে দিয়েছে বলে তিনি জানান।

সর্বোচ্চ নেতা বলেন, বলদর্পী শক্তিগুলো স্বাভাবিকভাবেই অন্যান্য জাতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইরানের ওপর আগ্রাসন চালিয়ে ইরানি জাতিকে শত্রুরা কাবু করতে ব্যর্থ হওয়ায় তারা দেশটির ওপর এখন 'নরম যুদ্ধ' চাপিয়ে দেয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বলে সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ী বৈঠকে হুঁশিয়ারি দেন। যেসব জাতি বা রাষ্ট্র প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে তারাই ওইসব বলদর্পি শক্তির ফাঁদে পড়ছে। গত কয়েক দশক ধরে শত্রুরা ইরানের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে

সর্বোচ্চ নেতা বলেন, বলদর্পী শক্তিগুলো স্বাভাবিকভাবেই অন্যান জাতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।যে জাতি বা রাষ্ট্র প্রতিরোধ করতে ব্যর্থ হয় তারাই ওইসব শক্তির ফাঁদে পড়ছে। গত কয়েক দশক থেকে শত্রুরা ইরানের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ খামেনেয়ী। ১৯৮০ সালে ইরানে ওপর ইরাকের সাবেক স্বৈরচারী শাসক সাদ্দাম হোসেইনের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, শত্রুরা যুদ্ধক্ষেত্রে ইরানের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করায় তারা দেশটির ওপর এখন দ্বিতীয় পর্যায়ের ‘নরম আগ্রাসন’ চালানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিশেষজ্ঞ পরিষদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ খামেনেয়ী শত্রুদের তৃতীয় পর্যায়ের শত্রুতার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, শত্রুরা এই পর্যায়ে ইরানের পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থার ভেতরও অনুপ্রবেশ করার চেষ্টা করছে।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরো বলেন, আন্তর্জাতিক বলদর্পী শক্তিগুলো এখন ইরানের সিদ্বান্ত গ্রহণের কেন্দ্রগুলোতে প্রভাব খাটানোর পাশাপাশি দেশটির জনগণ এবং কর্মকর্তাদের বিশ্বাস এবং নীতি পরিবর্তন আনার চেষ্টা করছে।#

iqna

captcha