IQNA

গৃহহীনদের পাশে নিউইয়র্কের রোজাদার ব্যক্তিরা

14:47 - May 31, 2016
সংবাদ: 2600875
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের গৃহহীনদের সাহায্য করার জন্য রমাজানের প্রকল্প বাস্তবায়ন করা শুরু করেছে সেদেশের মুসলমানেরা।

বার্তা সংস্থা ইকনা: নিউইয়র্কের অসহায় ও গৃহহীনদের মাঝে সাহায্য অনুদান করার জন্য আমেরিকার মুসলমানেরা গতকাল (৩১শে মে) একত্রিত হয়েছে।
পবিত্র রমজান মাসে সাহায্য প্রদানের প্রকল্প একটি অভিনব উদ্যোগ। নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলীয় মুসলমানদের উদ্যোগে এ প্রকল্প শুরু হয়েছে। নিউ ইয়র্কের অভাবগ্রস্ত ব্যক্তিদের মাঝে পবিত্র রমজান মাস জুড়ে সাহায্য অনুদান করা হবে। প্রত্যেক ব্যক্তিকে একটি বস্তার মধ্যে খাদ্য সামগ্রী অনুদান করা হবে। যাত দিয়ে প্রায় ৪ থেকে ৫ জন সদস্য এক পরিবার এক মাস ভালোভাবে অতিবাহিত করতে পারে।
এই প্রকল্পের আয়োজক কমিটি বলেছে, নিউ ইয়র্কে যে সকল পরিবারে তিন শিশু সন্তান রয়েছে, তাদের খাদ্যের ঘটতির সম্মুখীন হতে হয়।
উক্ত প্রকল্পের আয়োজক কমিটির প্রধান বলেছেন: আমাদের মাঝে অনেকেই আছে যারা অভাবগ্রস্তদের সাহায্য করার জন্য অর্থ ও সময় ব্যয় করে।
গত বছর নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলের অভাবগ্রস্তদের মাঝে ৫০০টি প্যাকেট বণ্টন করা হয়েছে।
Iqna



captcha