বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার পক্ষ থেকে সেদেশের শিক্ষার্থীদের জন্য কুরআন প্রতিযোগতিা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত ৭ জন কারী কুরআন তিলাওয়াত করেছেন।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে তুরস্কে বিভিন্ন শহরের ২৫ হাজার শিক্ষার্থী একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন।
শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার বিচারক মণ্ডলী সমাপনী অনুষ্ঠানে উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম ঘোষণা করেছেন।
বিচারকমণ্ডলীর ঘোষণা অনুযায়ী প্রথম স্থানের অধিকারী হয়েছেন তুরস্কের ইস্তাম্বুল শহরের 'মুস্তাফা হামযা আক তুপারাক', দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন, গাজী আন্টাব শহরের "ওক্কাস বিলসিন" এবং তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন সামসুন শহরের "মুহারাম তুরান"।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।