IQNA

মৌরিতানিয়ায় কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা

23:44 - June 04, 2016
সংবাদ: 2600906
আন্তর্জাতিক ডেস্ক: মৌরিতানিয়ায় পঞ্চমতম জাতীয় কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পঞ্চমতম জাতীয় কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ২য় জুনে সেদেশের রাজধানী "নুওয়াকশুত"য় রেডিও ভবনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন মরিতানিয়ার বেতারের মহাপরিচালক 'সৈয়দ আবদুল্লাহ ওয়ালিদ ইয়াকুব ওয়ালিদ হোরমাতুল্লাহ'। মরিতানিয়ার বিভিন্ন মসজিদের জুমার খতিব, আলেমগণ এবং সাধারণ ব্যক্তি উপস্থিত ছিলেন। 'সৈয়দ আবদুল্লাহ ওয়ালিদ ইয়াকুব ওয়ালিদ হোরমাতুল্লাহ' তার বক্তৃতায় বলেন: পঞ্চমতম জাতীয় কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতার জন্য দেশের হাফেজগণ ও কারিগণ ব্যাপক ভাবে স্বাগত জানিয়েছেন।  
তিনি বলেন: এই প্রতিযোগিতা হেফজ ও তিলাওয়াত বিভাগে অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন শহর থেকে ৩৩৯৭ জন কারি ও হাফেজ অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মরিতানিয়ার ফতোয়া সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান "সৈয়দ মোহাম্মদ আল-মোখতার ওয়ালিদ আম্বালা" বলেছেন: পবিত্র কুরআনের সংস্কৃতি ধরে রাখার জন্য সমাজের সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সমাজ সংস্কার করলে চরমপন্থা দল থেকে যুবকদের বিরত রাখা যাবে। এছাড়াও সকল প্রকার ভ্রান্ত ধারণা ও বাড়াবাড়ি থেকে মুক্তি পাওয়া যাবে।
iqna

ট্যাগ্সসমূহ: কুরআন ، হেফজ ، তিলাওয়াত ، ইকনা
captcha