IQNA

কাতারে সামরিক বাহিনীদের জন্য ২০তম হেফজে কুরআন প্রতিযোগিতা

16:42 - June 07, 2016
সংবাদ: 2600918
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ১১ই জুনে সেদেশের সামরিক ও আর্মড ফোর্সেসের সদস্যদের জন্য ২০তম হেফজে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ২০তম হেফজে কুরআন প্রতিযোগিতা কাতারের ১৬৯ জন সামরিক ও আর্মড ফোর্সের সদস্য অংশগ্রহণ করবেন।

২০তম হেফজে কুরআন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান 'আলী আহমেদ আল বারেক' বলেন: প্রতিযোগীরা মোট ৬টি বিভাগে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন: ২৭ জন প্রতিযোগী সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে এবং ২৫ পারা, ২০ পারা, ১৫ পারা, ১০ পারা, ৫ পারা হেফজ বিভাগে বাকীরা অংশগ্রহণ করবেন।

আহমেদ আল বারেক বলেন: কাতারের সামরিক ও আর্মড ফোর্সেসের সদস্যদের মাঝে কুরআন তিলাওয়াত শক্তিশালী এবং বৃদ্ধি করার জন্য প্রতিযোগিতার কমিটি গঠন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের পবিত্র কুরআন মুখস্থ করার জন্য বিভিন্ন কেন্দ্র চালু করার জন্য নির্দেশ দিয়েছেন কাতারের প্রতিরক্ষা মন্ত্রী।

Iqna


ট্যাগ্সসমূহ: কাতারের ، কুরআন ، ইকনা
captcha