মসজিদের দেয়ালে অতি সুন্দর ভাবে বিভিন্ন আয়াত ও রেওয়ায়েত লিখে মসজিদের ভিতরের পরিবেশকে আরো অধিক আধ্যাত্মিকময় করে তুলছে এই শিল্পীরা।
এ ব্যাপারে 'গোলদানে আরগিন জন' বলেন: এ কাজের মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদে ইসলামী শিল্পের প্রবর্তন এবং মসজিদের প্রতি মুসল্লিদের আকৃষ্ট করা।
বলাবাহুল্য, ব্লু প্রদেশের মসজিদ সুসজ্জিত করণ ক্যাম্পেইনকে স্থানীয় জনগণ ব্যাপক স্বাগত জানিয়েছে এবং প্রতিদিনই এসকল শিল্পীদের কার্যক্রমের অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে।