IQNA

তুরস্কে মসজিদ সুসজ্জিত করতে ক্যাম্পেইন

15:33 - June 09, 2016
সংবাদ: 2600961
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ব্লু প্রদেশের একদল প্রতিভাবান শিল্পী সেদেরে বিভিন্ন মসজিদ সুসজ্জিত করতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের 'গোলদানে আরগিন জন' নামে এক বিশিষ্ট শিল্পী কর্তৃক এই ক্যাম্পেইন সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিভাবান শিল্পীরা ব্লু প্রদেশের বিভিন্ন শহর ও গ্রামের মসজিদ পরিদর্শন করছেন এবং মসজিদের দেয়ালে রং করে বিভিন্ন আয়াত ও রেওয়ায়েত লিখে মসজিদ সুসজ্জিত করছে।

মসজিদের দেয়ালে অতি সুন্দর ভাবে বিভিন্ন আয়াত ও রেওয়ায়েত লিখে মসজিদের ভিতরের পরিবেশকে আরো অধিক আধ্যাত্মিকময় করে তুলছে এই শিল্পীরা।

এ ব্যাপারে 'গোলদানে আরগিন জন' বলেন: এ কাজের মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদে ইসলামী শিল্পের প্রবর্তন এবং মসজিদের প্রতি মুসল্লিদের আকৃষ্ট করা।

বলাবাহুল্য, ব্লু প্রদেশের মসজিদ সুসজ্জিত করণ ক্যাম্পেইনকে স্থানীয় জনগণ ব্যাপক স্বাগত জানিয়েছে এবং প্রতিদিনই এসকল শিল্পীদের কার্যক্রমের অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে।

Iqna


ট্যাগ্সসমূহ: মসজিদ ، মুসল্লিদের ، ইসলামী
captcha