
বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাতকারে তুরস্কে ইসলামিক রেডিও ও টিভি ইউনিয়ন প্রতিনিধি 'সাইয়্যেদ মোহাম্মাদ আলাভী' বলেন: ৭ বছরের কুরআন হাফেজ 'মুহাদ্দিসা ওয়াহীদ' বিভিন্ন কুরআন মাহফিলে কুরআন তিলাওয়াত করেছেন এবং উপস্থিত মুসল্লিগণ তাকে ব্যাপক স্বগত জানিয়েছে।
তিনি বলেন: ইস্তাম্বুলের সকল মসজিদই আহলে সুন্নতের অন্তর্গত। পবিত্র রমজান মাস উপলক্ষে ইস্তাম্বুলের টুযিলা, মাল টাপ্পে এবং বুশিক্টাশ সহ অন্যান্য এলাকার মসজিদে মুহাদ্দাসা সহ ইরানের অন্যান্য কারি বিভিন্ন কুরআন মাহফিলে অংশগ্রহণ করছেন।
আলাভী আরও বলেন: ইরানের অন্যান্য কারিদের সাথে ৭ বছরের কুরআন হাফেজ 'মুহাদ্দিসা ওয়াহীদ'ও তুরস্কে গিয়েছেন। কুরআন মাহফিলে তাদের কুরআন তিলাওয়াতের পূর্বে তুর্কি ভাষায় সকল কারিদের পরিচয় করানো হচ্ছে।
উক্ত কুরআন মাহফিল রমজান মাসের ৭ তারিখে শুরু হয়েছে এবং একাধারে ১৯ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।
Iqna
কুরআন তিলাওয়াত করছেন "মুহাদ্দিসা ওয়াহীদ"
ইস্তানবুলের আটারাল কেন্দ্রীয় মসজিদে কুরআন মাহফিল
ইস্তাম্বুলের একটি মসজিদে ইফতারের অনুষ্ঠানে আলী রেজা বাকেরী এবং মুহাদ্দিসা
মাল টাপ্পের কেন্দ্রীয় মসজিদে মুফতি ফাতেহ পবিত্র কুরআন থেকে প্রশ্ন করছে এবং মুহাদ্দিসা উত্তর দিচ্ছে
ওয়ান ফোর নামক টেলিভিশন চ্যানেলে হাফেজ মুহাদ্দিসার সরাসরি কুরআন বিষয়ক অনুষ্ঠান
১২ নামক চ্যানেলে আলী রেজা বাকেরী কুরআন তিলাওয়াত করছেন
ইরানের অন্যান্য কারিদের কুরআন বিষয়ক অনুষ্ঠান