বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই ঘটনায় নিহত আবদুর রহমানের ভাই মাজিদ বেচে যায়।
২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে তেল সমৃদ্ধ "আশ-শারকিয়া" প্রদেশের জনগণ সংস্কারের বাস্তবায়ন, মত প্রকাশের স্বাধীনতা, রাজবন্দীদের মুক্তি এবং এই অঞ্চলের জনগণের বিরুদ্ধে ব্যাপক বৈষম্যের অবসানের জন্য বিক্ষোভ প্রদর্শন করে আসছে।
বিক্ষোভ প্রদর্শনকালে সৌদি পুলিশের হাতে এ পর্যন্ত বেশ কয়েক জন নিহত হয়েছে এবং অনেকেই গ্রেফতার হয়েছে; আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের ওপর ভয়ানক রেকর্ড থাকা এবং বিরোধী রাজনৈতিকবিদের দমনের জন্য তীব্র সমালোচনা করেছে।
চলতি বছরের শুরুতেই সৌদি সরকার ৪৭ জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। যার মধ্যে শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর বাকির আল-নিমর'ও রয়েছেন। আয়াতুল্লাহ শেখ নিমর বাকির আল-নিমর সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত থাকার ব্যাপারে মিথ্যা অভিযোগ এনে তাকে অন্যায় ভাবে হত্যা করেছে সৌদি শাসক।
আয়াতুল্লাহ শেখ নিমর বাকির আল-নিমরকে অন্যায় ভাবে হত্যার জন্য বিশ্বের মুসলমানেরা সৌদি শাসকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে।