IQNA

দুবাইয়ে ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের অধিকারী হল বাংলাদেশের প্রতিনিধি "আব্দুল্লাহ মামুন"

22:45 - June 25, 2016
সংবাদ: 2601061
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত হল ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। উক্ত কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি "আব্দুল্লাহ মামুন" দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পবিত্র রমজান মাসের ৭ তারিখে শুরু হয়েছে এবং টানা ১৮ তারিখ পর্যন্ত অব্যাহত ছিল। হেফজ বিভাগে উক্ত প্রতিযোগিতা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাহরাইনের প্রতিনিধি 'জাসেম খলিফা ইব্রাহীম খলিফা হামাদান', দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি "আব্দুল্লাহ মামুন" এবং তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন লিবিয়ার প্রতিনিধি "আব্দুর রহমান আব্দুল জালিল মোহাম্মদ ইব্রাহিম আল জাহাতী"।

দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যে সকল প্রতিনিধি ভালো পারফরমেন্স করেছে, তাদেরকে নিয়ে "সুললিত কণ্ঠস্বর" শিরোনামে বিশেষ প্রতিযোগিতা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে উক্ত প্রতিযোগিতার বিচারক কমিটি।

দুবাই অ্যাওয়ার্ড ইউনিটির পক্ষ থেকে প্রকাশিত "সুললিত কণ্ঠস্বর" শিরোনামে বিশেষ প্রতিযোগিতায় নির্বাচিতদের নামে স্থান পেয়েছে বাংলাদেশের প্রতিনিধি। প্রতিযোগিতায় স্থান পেয়েছে থাইল্যান্ডের "আব্দুল সালিম বাতিল বাতিল", সেনেগাল "মোহাম্মাদ হাসা মালিক ডিউব", তুরস্কের "ফারুক শাহিন", বাংলাদেশের "আব্দুল্লাহ মামুন", লিবিয়ার "আব্দুর রহমান আব্দুল জালিল মোহাম্মদ ইব্রাহিম আল জাহাতী", নাইজারে 'ইব্রাহীম ইসমাইল ইব্রাহীম"।

iqna


captcha