IQNA

ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে শাবে কদরের আমল + ছবি

17:36 - June 26, 2016
সংবাদ: 2601067
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসের শেষের দশ দিনের যে কোন এক বিজোড় রাত হচ্ছে পবিত্র শবে কদরের রাত। আর এই পবিত্র রজনীর বিশেষ আমল উদযাপনের জন্য ইমাম আলী (আ.)এর পবিত্র মাজারে বিশেষ আয়োজন করা হয়েছে।
ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে শাবে কদরের আমল + ছবি

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাজারে শাবে কদরের আমল শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

ইমাম আলী (আ.)এর যায়েরদের উপস্থিতিতে মাযারের প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাধারণ জনগণ ছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও আলেমগণ উপস্থিত ছিলেন।

Iqna



ট্যাগ্সসমূহ: ইমাম ، আলী ، মাযারে ، রমজান
captcha