IQNA

নাইজেরিয়ায় শাবে কদরের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চেষ্টা

19:43 - June 27, 2016
সংবাদ: 2601074
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ২৭শে জুন পবিত্র শাবে কদরের আমলের অনুষ্ঠানে আত্মঘাতী হামলার চেষ্টা চালিয়েছিল সন্ত্রাসী। আত্মঘাতী হামলার বিষয়ে নাইজেরিয়ায় "মাইদুগুরি" এলাকার স্থানীয় মুসলমান এবং নিরাপত্তা বাহিনী অবগত হলে, সন্ত্রাসীরা এই হামলা চালাতে ব্যর্থ হয়।


বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে নাইজেরিয়ার বেসামরিক সিকিউরিটি গার্ডের সদস্য "বাবাঘানা কুলু" বলেন: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি এলাকার ডাম্বু রোডের মসজিদের সামনে দুটি বিস্ফোরণ ঘটে; তবে সৌভাগ্যবশত এ হামলার ফলে কারো কোন ক্ষতি হয়নি।
তিনি বলেন: সন্ত্রাসীরা ছদ্মবেশে শাবে কদরের আমলের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের মসজিদের ভিতরে প্রবেশ করতে বাধা প্রয়োগ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন : সামরিক বাহিনীর সদস্য দুই বেসামরিক ব্যক্তিকে সন্দেহ করে এবং তাদেরকে মসজিদের ভিতরে প্রবেশ করতে বাধা প্রয়োগ করে। সেসময় দু'পক্ষের মধ্যে বাক-দ্বন্দ্ব হয়। বাক-দ্বন্দ্ব চলাকালীন সময় এক ব্যক্তি তার নিকট থাকা বোমটিকে বিস্ফোরণ ঘটায়, এ ঘটনার কিছুক্ষণ পর অপর এক ব্যক্তিও আত্মঘাতী হামলা চালায়।
স্থানীয় দুই ব্যক্তি জানিয়েছে: সন্ত্রাসীদের এই আত্মঘাতী হামলার ফলে শুধুমাত্র ঐ দুই সন্ত্রাসীই নিহত হয়েছে।
এদিকে ফ্রান্সে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনা থেকে প্রমাণ হয় যে, সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হুমকি থাকা সত্ত্বেও নাইজেরিয়া সেনাবাহিনীর এই সন্ত্রাসী গোষ্ঠীকে দুর্বল করার জন্য নিজেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নাইজেরিয়ান মুসলমানদের হত্যা করার জন্য সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের এ পর্যন্ত হস্ত নির্মিত সাধারণ বোমা দিয়ে সেদেশের বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী প্রায় ৭ বছর পূর্বে নিজেদের কার্যক্রম শুরু করেছে। বোকো হারাম, বিশ্বের ত্রাস সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মিত্র। এসকল সন্ত্রাসী গোষ্ঠীর মূল উদ্দেশ্য হচ্ছে চরমপন্থি শাসক নির্মাণ করা।
Iqna


captcha