IQNA

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদের দিনের আগাম ঘোষণা

20:43 - July 03, 2016
সংবাদ: 2601118
আন্তর্জাতিক ডেস্ক: অ্যাস্ট্রোনমিক্যাল হিসাব অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশে আগামী বুধবার (৬ জুলাই) পবিত্র ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: অ্যাস্ট্রোনমিক্যাল হিসাব অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশে আগামী বুধবার (৬ জুলাই) পবিত্র ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয়েছে; তবে দক্ষিণ আমেরিকার কিছু দেশে আগামী মঙ্গলবার (৫ জুলাই) পবিত্র ঈদুল ফিতর দিন হবে বলে জানানো হয়েছে।

ক্রিসেন্ট অবজারভেশন প্রকল্পের প্রধান "মোহাম্মাদ শওকাত উদা" এক বিকৃতিতে বলেন: অধিকাংশ ইসলামী দেশে আগামী সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা যাবে। তবে সোমবারে শাওয়াল মাসের চাঁদ না উঠার সম্ভাবনা বেশী।

তিনি বলেন: সুতরাং, অধিকাংশ ইসলামী দেশে আগামী মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ত্রিশটা রোজা শেষ হওয়ার পর বুধবার ঈদুল ফিতর পালিত হবে।

মোহাম্মাদ শওকাত উদা আরও বলেন: সোমবার বিকালে অস্ট্রেলিয়ায় এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকার দেশসমূহে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। দক্ষিণ আমেরিকা বেশ কিছু দেশে শুধুমাত্র টেলিস্কোপের মাধম্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

এদিকে ইউরোপীয় ফতোয়া এন্ড রিসার্চ কাউন্সিল ঘোষণা করেছে, ইউরোপের দেশসমূহে আগামী মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে।

iqna


ট্যাগ্সসমূহ: পবিত্র ، ঈদ ، মোহাম্মাদ
captcha