বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের আল-আরাবিয়া চ্যানেল জানিয়েছে, সন্ত্রাসীরা মসজিদে নবাবীর নিকটে এবং কাতিফ শহরের একটি মসজদে আত্মঘাতী হামলা চালিয়েছে। মদিনায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে অনেক ধোঁয়ার সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে অনেক লোকের ভিড় হয়।
মদিনায় বিস্ফোরণের ঘটনাটি সৌদি মিডিয়ায় এখনো সেভাবে প্রচার করা হয়নি।
মসজিদুল হারামের নিকটে বোমা বিস্ফোরণের ফলে ঘাতক সহকারে মোট ৩ জন নিহত হয়। নিহত অপর দুই জন নিরাপত্তা কর্মী। মসজিদে নবাবীর (সা.) নিরাপত্তার জন্য এই দুর্ঘটনার পরপরই মসজিদের সকল গেট বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে মসজিদে প্রবেশকারী সকল মুসল্লিদের চেক করা হয়।
আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘাতক পুলিশ বাহিনীর মধ্যে প্রবেশ করে নিজের নিকটে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এই দুর্ঘটনা মগরিবের আযানের কিছুক্ষণ পূর্বে ঘটে।
কাতিফে দুটি বিস্ফোরণ
আল আরাবিয়া আরও জানিয়েছে, সোমবার ইফতারের সময় সৌদি আরবের কাতিফ শহরে শিয়া অধ্যুষিত এলাকার "আল-ইমরান" মসজিদের নিকটে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনার ফলে মুসল্লিদের কোন ক্ষতি হয়নি। মসজিদের গেট থেকে প্রবেশ করার সময় নিরাপত্তা কর্মীগণ ঘাতককে বাধা দিলে তখন ঘাতক তার নিকটে থাকা বোমা বিস্ফোরণের ফলে নিজেকে উড়িয়ে দেয়।
iqna