IQNA

আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি

'ফিলিস্তিনকে ভুলিয়ে দিতেই সন্ত্রাস ছড়াচ্ছে ইঙ্গ-মার্কিন-ইহুদিবাদী চক্র'

20:21 - July 08, 2016
সংবাদ: 2601157
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি বলেছেন, বিশ্বের যুদ্ধ ও নিরাপত্তাহীনতার মূল উৎস হল সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও বিশেষ করে মার্কিন সরকার।

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি বলেছেন, বিশ্বের সবারই এটা জানা উচিত যে বিশ্বে সন্ত্রাসী তৎপরতাগুলো মার্কিন, ব্রিটিশ ও ইহুদিবাদী ষড়যন্ত্রেরই ফসল। ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের বিষয়টি ভুলিয়ে দেয়ার জন্যই তারা এইসব অশান্তি ঘটাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, ওই একই লক্ষ্যে তারা দেশে দেশে ঘরোয়া রাজনৈতিক বিবাদ জোরদার করছে এবং সন্ত্রাসবাদের প্রসার ঘটাচ্ছে। সাম্রাজ্যবাদীরা এ অঞ্চলের তেলের অবৈধ অর্থ ব্যবহার করে ইরাক ও সিরিয়ায় নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে বলেও আয়াতুল্লাহ কেরমানি মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্ববাসীর উচিত মার্কিন সরকারের এইসব ষড়যন্ত্রের বিপদ বোঝা ও জেগে ওঠা। মার্কিন সাম্রাজ্যবাদের আয়ু ফুরিয়ে এসেছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আয়াতুল্লাহ কেরমানি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমাদের লড়াইয়ের দাবি মিথ্যা। # -পার্সটুডে

iqna


captcha