বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেস্কোর (UNESCO) উদ্ধৃতি বেশ কিছু সামাজিক নেটওয়ার্ক ও মিডিয়ায় এবং আরবি সংবাদ সংস্থা বিশেষ করে আলজেরিয়ায় "আল-খাবার" এবং "আল-ইসলামুল ইয়াউম" প্রকাশ করেছে, "বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম ইসলাম"।
আলোচিত এই খবরে এসেছে আন্তর্জাতিক সংগঠন ইউনেস্কো এবং পিস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ছয় মাস ব্যাপী একটি যৌথ গবেষণা করেছে। তাদের এই গবেষণা বিষয়বস্তু ছিল বিশ্বের সকল ধর্ম এবং সেগুলোর মধ্যে মধ্যে কোন ধর্ম সবচেয়ে বেশী শান্তিপূর্ণ এ বিষয়ে বিশ্লেষণ করা।
কিন্তু গতকাল (১২ই জুলাই) "উয়ুন আল-খালিজ" সংবাদ সংস্থা প্রকাশ করেছে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম ইসলাম" সার্টিফিকেটর ছবিতে ইউনেস্কো মহাপরিচালকের যে স্বাক্ষর প্রদান করা হয়েছে, সেটি নকল স্বাক্ষর।
এ ব্যাপারে ইউনেস্কোর সৌদি প্রতিনিধি "যিয়াদ আদ্দ্রিস" বলেন: "রবিবারে ইউনেস্কো চেয়েছিল এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে উত্তর প্রদান করতে"।
তিনি বলেন: ইউনেস্কো এই আবেদনের ফলাফল ১১ জুলাই বিকালে ঘোষণা করেছে। ইউনেস্কো বলেছে, প্রকাশিত এই সার্টিফিকেট ভুয়া এবং নকল। প্রতারণা করে এটি প্রকাশ করা হয়েছে। ইসলামের মর্যাদা অনেক বেশী এবং ইসলাম ধর্ম এধরণের মিথ্যাকে কখনোই প্রশ্রয় দেয় না।
ইউনেস্কোর সৌদি প্রতিনিধি বলেন: এই বিষয়টি গত রবিবার ইউনেস্কো নাকচ করেছে এবং এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাদের মতামত প্রকাশ করবে।
iqna