বার্তা সংস্থা ইকনা: বিশ্বের অনেক মুসলিম পণ্ডিত প্রাচীনতম কুরআন শরীফের পাণ্ডুলিপির সাথে পরিচিত নন; অথচ প্রাচীনতম কুরআন শরিফের অনেক পাণ্ডুলিপি পশ্চিমাদের হাতে রয়েছে। তারা এসকল পবিত্র কুরআনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন।
এই প্রতিবেদনে হস্তলিখিত প্রাচীন কুরআন শরিফের পাণ্ডুলিপি আবিষ্কার, সংগ্রহ এবং সংরক্ষণ সম্পর্কে আপনাদের অবগত করা হবে:
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম কুরআন
ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে বিশ্বের প্রাচীনতম কুরআন শরিফের বেশ কয়েকটি পৃষ্ঠার সন্ধান পাওয়া গিয়েছে। উদ্ধারকৃত এসকল পৃষ্ঠার প্রায় ১৩৭০ বছর পূর্বের।
কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো দীর্ঘ দিন যাবত ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে অজ্ঞাত অবস্থায় রক্ষিত ছিল। উদ্ধারকৃত পৃষ্ঠার বয়স জানতে রেডিওকার্বন ব্যবহার করা হয়েছে।
রেডিওকার্বন করার জন্য কুরআন শরীফের পৃষ্ঠাগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি দেওয়া হয়েছিল। গবেষকগণ পর্যবেক্ষণ করে দেখেছে কুরআন শরীফের পৃষ্ঠাগুলো দুম্বা অথবা ছাগলের এবং ৫৬৮ থেকে ৬৪৫ সালের মধ্যকার যেকোনো সময়ে লেখা হয়েছে।
চীনা ভাষায় অনুদিত হস্তলিখিত কুরআন শরিফ
চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিয় অধ্যুষিত 'গানসু' শহরের মুসলিম আলেমগণ চীনা ভাষায় অনুদিত প্রাচীনতম কুরআন শরিফের সন্ধান পেয়েছে এবং তারা বিশ্বাসী যে, উক্ত অনুদিত কুরআন শরিফটি ১৯১২ সালে লেখা হয়েছে।
ইয়েমেন ২০০ হিজরির হস্তলিখিত কুরআন শরিফ
ইয়েমেনের 'আজ-জালেয়' শহরের এক যুবক সেদেশের প্রাচীনতম কুরআন শরিফ সংগ্রহ করেছেন। উদ্ধারকৃত উক্ত কুরআন শরিফটি ২০০ হিজরির অন্তর্গত।
ইয়েমেনের প্রাচীনতম কুরআন শরিফটি সেদেশর 'আজ-জালেয়' শহরের দক্ষিণাঞ্চলের একটি দুর্গম গুহা থেকে সংগ্রহ করা হয়েছে। এই কুরআন শরিফটি ক্রয় করার জন্য বিক্রয় করার জন্য ঐ যুবককে এক কোটি ২০ লাখ রিয়াল (ইয়েমেনের মুদ্রা) প্রদানের প্রস্তাব জানালে, যুবক ঐ প্রস্তাব ফিরিয়ে দেয়।
কাজারের কুরআন শরিফ
"মুসহাফে কাজর" নামে প্রসিদ্ধ এক খণ্ড প্রাচীন কুরআন শরিফের সন্ধান পাওয়া গিয়েছে। উক্ত কুরআন শরিফের ৮টি পৃষ্ঠায় সম্পূর্ণরূপে স্বর্ণের কাজ করা রয়েছে।
iqna