বার্তা সংস্থা ইকনা: সিয়াটেল শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত 'রেইনার ভ্যালি' ক্লিনিকেরে সহযোগিতায় এবং রেডমন্ডের ইসলামিক সেন্টার এবং 'প্রোজেক্ট সেন্ট' নামক ইসলামি ইন্সটিটিউটের পক্ষ থেকে অভাবগ্রস্তদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য উক্ত ক্লিনিক নির্মাণ করা হয়েছে।
এই প্রকল্পের আয়োজক কমিটি জানিয়েছে: ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অভাবগ্রস্ত ব্যক্তিদের মাঝে ফ্রি চিকিৎসা প্রদান করা হবে।
আয়োজক কমিটি জানিয়েছে: ওয়াশিংটনে অলাভজনক এটাই প্রথম ক্লিনিক, যেটি মসজিদের অন্তর্ভুক্ত।
এই ক্লিনিকে রোগীদের বিভিন্ন টেস্ট, প্রশিক্ষণমূলক বৈঠক, রোগ প্রতিরোধের উপায় রোগ নিরাময় বিষয়ক তথ্য প্রদান করা হবে।
iqna