বার্তা সংস্থা ইকনা: তুরস্কের প্রধানমন্ত্রীর উপদেষ্টা "ভিসি কায়নাক" ১৭ই জুলাই সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতকারে বলেন: গাজার অভাবগ্রস্ত ব্যক্তিদের সাহায্যার্থে তুরস্ক অতি শীঘ্রই ত্রাণবাহী জাহাজ পাঠাবে।
তিনি বলেন: তুরস্ক অর্ডিনেশন (TİKA) ও কো-অপারেশন এজেন্সির পক্ষ থেকে গাজায় যে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, সেটি চলতি বছর শেষ হওয়ার পূর্বেই উদ্বোধন করা হবে।
ভিসি কায়নাক বলেন: তুরস্কের পক্ষ থেকে গাজায় যে ত্রাণবাহী জাহাজ যাবে, তাতে ঔষধ, খাদ্য, পোশাক এবং দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকবে।
iqna