IQNA

‘কাশ্মিরের ভবিষ্যৎ সম্পর্কে সেখানকার জনগণই সিদ্ধান্ত নেবে’

17:06 - July 25, 2016
সংবাদ: 2601262
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র কাশ্মিরবাসীরই রয়েছে। সিদ্ধান্ত নেবে। এ দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।


পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাশ্মির সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি। আজিজ বলেন, কাশ্মিরের ভবিষ্যৎ নিয়ে এ ধরণের বক্তব্য কেবলমাত্র কাশ্মিরবাসীই দিতে পারেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদই কাশ্মিরবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার দিয়েছে বলে উল্লেখ করেন সারতাজ আজিজ। জাতিসংঘের নজরদারিতে অবাধ এবং সুষ্ঠু গণভোটের আয়োজন করে কাশ্মিরবাসীকে তাদের অধিকার প্রয়োগ করতে দেয়া উচিত বলে জানান তিনি। এ গণভোটের জন্য ভারতের কাছে এটাই চূড়ান্ত সময় বলেও দাবি করেন তিনি।

গণভোটে কাশ্মিরবাসী যে সিদ্ধান্ত নেবে তা বিশ্ব মেনে নেবে বলে উল্লেখ করে পাক পররাষ্ট্র উপদেষ্টা।

এদিকে, সম্প্রতি কাশ্মিরে নিহত হিজবুল মুজাহেদিনের কমান্ডার বুরহান ওয়ানিকে আত্মোৎসর্গকারীবলে পাকিস্তান যে মন্তব্য করেছে তার বিরোধিতা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি ওয়ানিকে সন্ত্রাসীহিসেবে উল্লেখ করে বলেছেন, গ্রেফতারের জন্য তাকে খোঁজা হচ্ছিল।#


ট্যাগ্সসমূহ: কাশ্মির ، পাকিস্তান ، ভারত
captcha