আমেরিকার মুসলিম হিজাবি অসিক্রীড়ক বলেন, আমি অলিম্পিকে অংশগ্রহণ করব, আর এর মাধ্যমে সারা বিশ্বে হিজাবের বাণী পৌঁছে দিব।
ইবতেহাজ মুহাম্মদ, আমেরিকান প্রথম মুসলিম নারী যিনি রিও ২০১৬ অলিম্পিক গেমসে হিজাব পরে অংশগ্রহণ করবেন।
ইবতেহাজ মোহাম্মাদ এ জন্য অসিক্রীড়াকে বেছে নিয়েছিলেন যেন তিনি খেলাও করতে পারেন আবার হিজাবও রক্ষা করতে পারেন। আর এবার রিও ২০১৬ অলিম্পিক গেমসে হিজাব পরে অংশগ্রহণ করে তিনি সারা বিশ্বের দরবারে হিজাবের বাণীকে পৌঁছে দিতে চান।
তিনি তার হিজাবের বিষয়টি গোপন রেখেই ভালভাবে রিও ২০১৬ অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি হিজাবের বানীকে দুনিয়ার বুকে ছড়িয়ে দেয়ার জন্য প্রকাশ্যে হিজাব পরে খেলায় অংশ নেয়ার বিষয়টি ঘোষণা করেন।
তিনি বলেন: আমি সারা বিশ্বের মানুষকে দেখাতে চাই যে আমেরিকা থেকে একজন মুসলিম হিজাবি অসিক্রীড়ক নারী ২০১৬ অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছেন।
ইবতেহাজ মোহাম্মাদ বলেন: আমেরিকার আসন্ন নির্বাচনকে ঘিরে আনেকেই ইসলামী বিরোধী প্রচারণা শুরু করেছে। আমি তাদরে বিরুদ্ধে লড়তে চাই এবং বলতে চাই যে, ইসলাম শান্তির ধর্ম এবং মুসলমানরা শান্তিপ্রিয়।
তিনি বলেন: আমি শুধুমাত্র একজন অসিক্রীড়কই নই বরং আমি মুসলমানদের প্রতিনিধি হিসাবে সবার কাছে ইসলামের শান্তির বানীকে পৌঁছে দিতে চাই।
ইবতেহাজ মোহাম্মাদ ২০১০ সালে আমেরিকার জাতীয় দলে প্রথম মুসলিম নারী হিসাবে নির্বাচিত হন। তবে পার্গী রবার্টের কারণে ২০১২ সালে অলিম্পিক গেমস থেকে বঞ্চিত হন এবং চলতি বছরে প্রথম বারের মতো অলিম্পিক গেমসে অসিক্রীড়কে অংশগ্রহণ করবেন।
ইবতেহাজ মোহাম্মাদ মোট পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক অর্জন করেছেন। এছাড়াও তার পরিবারের সাহায্যে একটি গার্মেন্টস চালু করেন। এছাড়াও তিনি শিক্ষকতাও করেন।