IQNA

ইমাম মাহদীও কি শাহাদত বরণ করবেন?

22:27 - July 26, 2016
সংবাদ: 2601269
কেউ বলেছে ইমাম মাহদী(আ.) তার ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার পর শাহাদাত বরণ করবেন আবার অনেকে বলেছেন যে, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন।


শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইমাম মাহদীর এবং তার রাষ্ট্রের শেষ পরিণতি কি হবে সে বিষয়ে অনেক মতামত রয়েছে যার কারণে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।

আল্লাহর শেষ হুজ্জাত তথা ইমাম মাহদী(আ.) শাহাদাত বরণ করবেন এই সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে: «... مَا مِنَّا إِلَّا مَقْتُولٌ أَوْ مَسْمُومٌ؛[

ইমাম হাসান(আ.) বলেছেন: আমাদের ১২ ইমামের সকলেই শাহাদাত বরণ করবেন।

এই হাদিসটি শুধুমাত্র ৫০০ হিজরিতে লেখা কেফায়াতুল আসার গ্রন্থে বর্ণিত হয়েছে এবং তার পূর্বে কোন গ্রন্থেই এই হাদিসটি দেখতে পাওয়া যায় না।

শেখ সাদুক আবা সালত হারুভি থেকে বর্ণনা করেছেন যে, ইমাম রেজা(আ.) বলেছেন: «وَ اللَّهِ مَا مِنَّا إِلَّا مَقْتُولٌ شَهِیدٌ؛ আল্লাহর শপথ! আমাদের(১২ ইমামের) সবাই শহীদ হবে।

আশ্চর্যের বিষয় হচ্ছে এই হাদিসটি শুধুমাত্র একটি সূত্রে বর্ণিত হয়েছে এবং এধরনের আর কোন হাদিস দেখতে পাওয়া যায় না। সুতরাং বোঝা যাচ্ছে যে হাদিস গুলি সঠিক নয়। কেননা ইমাম মাহদী(আ.) তার শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর কিভাবে শহীদ হবেন তা আমাদের বোধগম্য নয়।

ইমাম মাহদী(আ.) স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এই সম্পর্কে যে সকল হাদিস বর্ণিত হয়েছে: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: فَإِذَا اسْتَقَرَّتِ الْمَعْرِفَةُ فِی قُلُوبِ الْمُؤْمِنِینَ أَنَّهُ الْحُسَیْنُ علیه السلام جَاءَ الْحُجَّةَ الْمَوْتُ فَیَکُونُ الَّذِی یُغَسِّلُهُ وَ یُکَفِّنُهُ وَ یُحَنِّطُهُ وَ یَلْحَدُهُ فِی حُفْرَتِهِ الْحُسَیْنَ بْنَ عَلِیٍّ8 ...»، محمد بن یعقوب کلینی، الکافی, ج8, ص207.

ইমাম মাহদী(আ.) তার ন্যায়পরায়ণ হুকুমত প্রতিষ্ঠা করার পর মৃত্যুবরণ করবেন এবং ইমাম হুসাইন(আ.) তার দাফন কাফন করবেন এবং জানাজার নামাজ পড়াবেন।

সুতরাং এই সকল হাদিস দেখার পর এটা হলফ করে বলা সম্ভব নয় যে, ইমাম মাহদী(আ.) শাহাদাত বরণ করবেন। কেননা তার সম্পর্কে দুই ধরণের হাদিস বর্ণিত হয়েছে এবং প্রত্যেক ইমাম কিভাবে দুনিয়া থেকে বিদায় নিবেন সেটা তার সময়ের পরিস্থিতিই বলে দিবে।

captcha