IQNA

পবিত্র কোরআনে আগুন দেয়ার অভিযোগে ১২ জন রাশিয়ানের জেল

23:34 - July 27, 2016
সংবাদ: 2601276
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৩ সালে "মস্কো"র মেট্রোয় পবিত্র কুরআনে আগুন লাগানোর অভিযোগে রাশিয়ার ১২ যুবককে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে সেদেশের একটি আদালত।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার এই আদালত এই দলের নেতা "আলেকজান্ডার সুকুলুভ"কে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। ১২ যুবককেই মেট্রোয় পবিত্র কুরআনে আগুন লাগানোর ঘটনাটি স্বীকার করেছে।

এদিকে পবিত্র কুরআন অবমানকারী এই দলের আইনজীবী উচ্চ আদালতে আপিল করার আহ্বান জানিয়েছে।

২০১৩ সালের ৩১ শে ডিসেম্বর মস্কোর মেট্রোয় ১২ যুবক ঐশী গ্রন্থ পবিত্র কুরআনে আগুন দেয়। মেট্রোতে থাকা অপর এক ব্যক্তি পবিত্র কুরআনে আগুন দেওয়ার দৃশ্য ধারণ করে এবং পরে সেটি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করে। আর এ সূত্র ধরে এই যুবকদের গ্রেফতার ও শাস্তি প্রদান করা হয়।

iqna


captcha