তিনি বলেন: সৌদি আরব ইসরাইলের সাথে সম্পর্ক করে ইসলামকে ধ্বংস করতে চায়। কেননা সৌদি আরব ও ইসরাইল উভয়ই সন্ত্রাসবাদের মদতদাতা।
শাহীদ যাহরি হিজবুল্লাহর একজন নির্ভীক ও সাহসী কমান্ডার ছিলেন উল্লেখ করে হাসান নাসরুল্লাহ বলেন, তিনি ২০০৬ সাল থেকে প্রতিরোধ আন্দোলনের জন্য অনেক অবদান রেখে আসছেন।
তিনি বলেন: সৌদি আরব আমেরিকা ও ইসরাইলের সহায়তায় সিরিয়া, ইয়েমেন ও বাহরাইনে নজিরবিহীন অত্যাচার চালাচ্ছে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন: সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিজেকে সিরিয়ার গভর্নর দাবি করে রাশিয়ার কাছে প্রস্তাব দিয়েছে। সত্যিই বিষয়টি অত্যন্ত হাস্যকর।
তিনি বলেন: আলে সৌদ, ওহাবি এবং দায়েশ তাকিফির তিনিটি আলাদা আলাদা নাম হলেও মূলত এদের রক্তের সাথে সন্ত্রাসবাদ ও অপরাধ এবং জুলুম মিশে আছে।
বাহরাইনের পরিস্থিতি সম্পর্কে হিজবুল্লাহ মহাসচিব, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন: বাহরাইনের জনগণের দৃড়তা ও ধর্মঘটের জন্যেই আলে খলিফার সরকার আজ আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমকে গ্রেফতার করতে পারছে না। সুতরাং প্রতিরোধের কোন বিকল্প নেই।