IQNA

৬ জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা পুরোপুরি মানছে না: প্রেসিডেন্ট রুহানি

13:22 - August 03, 2016
সংবাদ: 2601320
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের সঙ্গে সই করা পরমাণু সমঝোতা অনুযায়ী ছয় জাতিগোষ্ঠী তাদের দায়িত্ব পুরোপুরি পালন করছে না। মঙ্গলবার ইরানের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রুহানি বলেন, পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়ে ছয় জাতিগোষ্ঠীর পক্ষ থেকে কিছু ঘাটতি রয়েছে।

পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্ট রুহানির এ সাক্ষাৎকার ইরানের টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। তিনি বলেন, "ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই করা পরমাণু সমঝোতা দেশ ও অর্থনীতির জন্য একটি ভালো পরিবেশ তৈরি করেছে। তবে যদি অন্য পক্ষ ঠিকমতো এ সমঝোতা বাস্তবায়ন করত তাহলে আমরা আজ আরো ভালো অবস্থায় থাকতাম।

ড. হাসান রুহানি বলেন, ইহুদিবাদী ইসরাইল সবসময় এ সমঝোতার বিরুদ্ধে ছিল এবং বার বার আলোচনা বানচাল করার চেষ্টা করেছে। এছাড়া, আঞ্চলিক কিছু দেশও শিশুসুলভভাবে এ সমঝোতার বিরোধিতা করেছে এবং এখনো তা অব্যাহত রেখেছে। মার্কিন কংগ্রেসও পরমাণু সমঝোতা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, "আমেরিকা যদি বিশ্বস্ততার সঙ্গে এ সমঝোতা বাস্তবায়ন করত তাহলে তাদেরকে বিশ্বাস করে আমরা অন্য ইস্যুতে আলোচনা করতে পারতাম যা আঞ্চলিক দেশগুলোর জন্য এবং ইরান ও আমেরিকার স্বার্থ রক্ষা করত। ড. রুহানি বলেন, আমেরিকা তার দায়িত্ব পুরোপুরি পালন করতে ব্যর্থ হয়েছে এবং অন্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা করার সুযোগ নিতে ব্যর্থ হয়েছে।#

iqna

captcha