IQNA

সৌদি বিমান হামলায় আরো একটি মসজিদ বিধ্বস্ত

21:02 - August 08, 2016
সংবাদ: 2601348
আন্তর্জাতিক ডেস্ক: বিমান হামলা চালিয়ে ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে সৌদি আরব।

বার্তা সংস্থা ইকনা: আজ (সোমবার, ৮ আগস্ট) আল-আলাম নিউজ চ্যানেলের সংবাদদাতা ঐ মসজিদের কিছু ছবি পাঠিয়ে লিখেছে যে, গতকাল ‘দাওয়ার’ এলাকায় অবস্থিত ঐ মসজিদটি সৌদি বিমান হামলায় পরিপূর্ণরূপ ধ্বংস হয়ে গেছে। এ হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা।

দীর্ঘ এক বছরের বেশী সময় আগে শুরু করা আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি আরব। মূলতঃ মসজিদ, হাসপাতাল, স্কুল ও আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলাগুলো পরিচালিত হচ্ছে।

গতকাল সা’দাহ প্রদেশের ‘আস-সাফরা’ শহরে অবস্থিত ‘আলে আম্মার’ এলাকায় সৌদি বিমান হামলায় আরো একটি মসজিদ পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

প্রসঙ্গত, সৌদি আরব ও তার ভাড়াটেরা ইয়েমেনের ১৫টিরও বেশী ঐতিহাসিক মসজিদ ও যেয়ারতের স্থান ধ্বংস করে দিয়েছে।#3521217

captcha