আমিরুল মু’মিনিন ইমাম আলী (আঃ) বলেছেন: কাপুরুষতা, লোভ ও লালসা এবং কৃপণতা হচ্ছে খারাপ বৈশিষ্ট এবং তা আল্লাহর প্রতি সন্দেহ থাকার কারণে সৃষ্টি হয়।
তিনি আরও (আ.) বলেছেন: কাপুরুষতা মানুষের আত্মবিশ্বাস ও ঈমানের দুর্বলতার ও অক্ষমতার প্রমাণ বহন করে।
আমিরুল মু’মিনিন ইমাম আলী (আঃ) আরও বলেছেন: যখন কোন কাজে ভয় পাবে তখন বেশী করে সেই কাজ করবে কেননা সেই কাজের থেকে এই ভয়ের প্রভাব আরও বেশী।
মহানবী হযরত আলীকে বলেছেন: হে আলী! ভিরু লোকের সাথে পরামর্ম করবে না। কেননা সে তোমাকে বিপদ থেকে মুক্তির পথ বন্ধ করে দিবে। কৃপণ লোকের সাথে পরামর্শ করবে না কেননা সে তোমাকে তোমার উদ্দেশ্যে পৌছাতে দিবে না। লোভিদের সাথে পরামর্শ করবে না, কেননা সে লোভ-লালসাকে তোমার সামনে বড় করে দেখাবে।
ইমাম বাকির(আ.) বলেছেন: ঈমানদার লোকেরা কখনোই কাপুরুষ, লোভি এবং কৃপণ হয় না।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: যারা ভিরু এবং কাপুরুষ তারা যেন যুদ্ধে অংশগ্রহণ না করে।# শাবিস্তান