IQNA

তিন শ্রেণীর লোকের সাথে কখনোই পরামর্শ করতে নেই

17:46 - August 09, 2016
সংবাদ: 2601355
পবিত্র কুরআন ও ইসলাম ধর্মে ভালকাজে পরামর্শ করার জন্য অধিক গুরুত্বারোপ করা হয়েছে। তথাপি কয়েক শ্রেণীর লোকের সাথে পরামর্শ করতে নিষেধ করা হয়েছে।
তিন শ্রেণীর লোকের সাথে কখনোই পরামর্শ করতে নেই
ভিতু ও কাপুরুষ লোকদের সাথে পরামর্শ করতে নিষেধ করা হয়েছে। কেননা তারা অতিরিক্ত বয়ের কারণে কখনোই কোন ভাল পদক্ষেপ গ্রহণ করতে পারে না।

আমিরুল মু’মিনিন ইমাম আলী (আঃ) বলেছেন: কাপুরুষতা, লোভ ও লালসা এবং কৃপণতা হচ্ছে খারাপ বৈশিষ্ট এবং তা আল্লাহর প্রতি সন্দেহ থাকার কারণে সৃষ্টি হয়।

তিনি আরও (আ.) বলেছেন: কাপুরুষতা মানুষের আত্মবিশ্বাস ও ঈমানের দুর্বলতার ও অক্ষমতার প্রমাণ বহন করে।

আমিরুল মু’মিনিন ইমাম আলী (আঃ) আরও বলেছেন: যখন কোন কাজে ভয় পাবে তখন বেশী করে সেই কাজ করবে কেননা সেই কাজের থেকে এই ভয়ের প্রভাব আরও বেশী।

মহানবী হযরত আলীকে বলেছেন: হে আলী! ভিরু লোকের সাথে পরামর্ম করবে না। কেননা সে তোমাকে বিপদ থেকে মুক্তির পথ বন্ধ করে দিবে। কৃপণ লোকের সাথে পরামর্শ করবে না কেননা সে তোমাকে তোমার উদ্দেশ্যে পৌছাতে দিবে না। লোভিদের সাথে পরামর্শ করবে না, কেননা সে লোভ-লালসাকে তোমার সামনে বড় করে দেখাবে।

ইমাম বাকির(আ.) বলেছেন: ঈমানদার লোকেরা কখনোই কাপুরুষ, লোভি এবং কৃপণ হয় না।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: যারা ভিরু এবং কাপুরুষ তারা যেন যুদ্ধে অংশগ্রহণ না করে।# শাবিস্তান

ট্যাগ্সসমূহ: কুরআন ، ইসলাম ، ইমাম ، আলী ، বাকির
captcha