গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি’র নেতৃত্ব ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল মঙ্গলবার তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী তাঁর ভাষণে বলেন, "দাম্ভিক শক্তিগুলোর নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতার (ইমাম খোমেনী রহ.) অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া বা বিষয়টিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।”
ভাষণের অন্যত্র দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের নিরসল প্রচেষ্টার ভুয়সী প্রসংসা করেন সর্বোচ্চ নেতা। তিনি এ মন্ত্রণালয়কে ‘ইসলামি প্রজাতন্ত্রের বিনিদ্র ও পর্যবেক্ষক চোখ’ এবং ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ঘাঁটি’ বলে অভিহিত করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, "গোয়েন্দা মন্ত্রণালয় ইসলামি শাসনব্যবস্থার মজবুত আবরণ এবং এটিকে কখনো অরক্ষিত রাখা যাবে না।”
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষতি করার জন্য শত্রু যেখানেই আস্তানা গাড়বে গোয়েন্দা মন্ত্রণালয়কে সেখানেই অভিযান চালাতে হবে বলে তিনি মন্তব্য করেন।