প্রতিবেদন অনুযায়ী, চলিত বছরে গ্রীষ্মকালীন কোর্সে মোট ৭টি দলে ৮৩ জন নারী অংশগ্রহণ করেছেন।
দুবাইয়ের নারীদের একত্রীকরণ এবং এই কোর্সে মাধ্যমে সুন্দর ও নির্ভুল ভাবে হেফজ করতে সক্ষম নারীদের স্থানীয় হেফজে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছায় করার উদ্দেশ্যে এই কোর্স অনুষ্ঠিত হয়েছে।
দুবাইয়ের আল-নাহজাত সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রের পরিচালক 'ফাতিমা ফালাসী' এ ব্যাপারে বলেন: মুসলিম নারীদের কুরআন হেফজের প্রতি আগ্রহী করার জন্য এই কোর্স অনুষ্ঠিত হয়। এছাড়াও ধর্মীয় বার্তা পৌঁছান এবং কুরআন হেফজের সংস্কৃতির উন্নয়ন ঘটানোর উদ্দেশ এই কোর্স অনুষ্ঠিত হয়।