IQNA

গুলেন আন্দোলনের সাথে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার হলেন কুরআনের শিক্ষকগণ

18:32 - August 11, 2016
সংবাদ: 2601367
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ওর্দু প্রদেশের কুরআন শিক্ষা কেন্দ্রে বেশ কয়েক জন শিক্ষককে 'ফেতহুল্লাহ গুলেন' আন্দোলনের সাথে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্মীয় অর্গানাইজেশন ঘোষণা করেছে: রাষ্ট্রীয় পদে নিযুক্ত যে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ ফেতহুল্লাহ গুলেন' আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদের নিধন অভিযানের সূত্র ধরে ওর্দু প্রদেশের কুরআন শিক্ষা কেন্দ্রের ৮ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের পর বহিষ্কার করা হয়েছে। এই নিধন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তুরস্কে ১৫ই জুলাই এরদোয়ান বিরোধী সেনা অভ্যুত্থানয় জড়িত থাকার অভিযোগে এই সংস্থার ৪৯২ জনকে বহিষ্কার করা হয়েছে। এসকল সদস্যদেরকে দেশের ভিতরে এবং বিদেশে থাকা অবস্থায় বহিষ্কার করা হয়েছে।

বলাবাহুল্য, তুরস্কের প্যারালেল সরকার ফেতহুল্লাহ গুলেনকে সেনা অভ্যুত্থানর প্রধান কর্তা হিসেবে অভিযুক্ত করেছে দেশটির বর্তমান সরকার।

iqna


ট্যাগ্সসমূহ: কুরআন ، ইকনা ، তুরস্ক ، ধর্ম
captcha