IQNA

কুরআনের ছায়তলে আশ্রয় নিয়েছেন ইরানী বীর/ কুরআন প্রদর্শনীতে দেওয়া প্রতিশ্রুতি সফল হয়েছে (ছবি)

18:15 - August 13, 2016
সংবাদ: 2601377
আন্তর্জাতিক ডেস্ক: ৪৫ দিন পূর্বে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে ইরানের বীর সেদেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি রিও অলিম্পিকে ভারোত্তোলনে সবচেয়ে আকর্ষণীয় পদকটি লুফে নিয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: ইরানি অ্যাথলেট " কিয়ানুশ রোস্তামি"  কিছুদিন পূর্বে সেদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী প্রদর্শন করেছেন। প্রদর্শনের সময় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেছেন এবং শিশুদেরকে কুরআন তিলাওয়াত ও হেফজের জন্য অনুরোধ করেছেন।
ইরানের বীর কিয়ানুশ রোস্তামি রিও অলিম্পিকে ভারোত্তোলনে সোনা জিতে ইরানকে প্রথম পদক উপহার দেন। পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেণীতে ৩৯৬ কেজি ওজন তুলে তিনি এ পদক লাভ করেন।
এই ইভেন্টে রোমানিয়ার ভারোত্তলক গাবরিয়াল সিনক্রাইয়ান ৩৯০ কেজি ওজন তুলে রৌপ্য পদক জেতেন।
২৫ বছর বয়সী  ইরানি অ্যাথলেট  কিয়ানুশ রোস্তামি স্ন্যাচ বিভাগে ১৭৯ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২১৭ কেজি তুলে নিজের রেকর্ড ভাঙেন। গত মে মাসে তিনি মোট ৩৯৫ কেজি ওজন তুলে রৌপ্য পদক জিতে রেকর্ড গড়েছিলেন। ওই রেকর্ড গড়ার সময় তিনি চীনের তিয়ান তাওকে পরাজিত করেন।
আন্তর্জাতিক কুরআন প্রদর্শনের সময় ভারোত্তলক কিয়ানুশ রোস্তামি বার্তা সংস্থা ইকনা'র স্টল প্রদর্শন করেন। এসময় তিনি বলেন: সর্বদা অনুশীলনের সময় এবং প্রতিযোগিতায় যখনই আমি পাওয়ারলিফটিং মাটি থেকে উপরে তুলি, তখন কুরআনের আয়াত তিলাওয়াত করি এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখি। এই বিষয়ের ফলে আমি আমার ব্যক্তিগত জীবনেও সফল হতে পেরেছি।
«وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزيزٌ: এবং আল্লাহ তাঁর সাহায্যকারীকে অবশ্যই সাহায্য করবেন; নিশ্চয়ই আল্লাহ অসীম ক্ষমতাবান ও পরাক্রমশালী। - সূরা হাজ্জ, আয়াত ৪০
iqna



ট্যাগ্সসমূহ: ইকনা ، কুরআন ، ইরান ، আল্লাহ
captcha