IQNA

আমেরিকায় পুলিশের বিরুদ্ধে হিজাবী নারীর মামলা

23:32 - August 13, 2016
সংবাদ: 2601379
আন্তর্জাতিক ডেস্ক: গত বছর আমেরিকার শিকাগোর পুলিশ জঙ্গি সন্দেহে এক মুসলিম নারীকে গ্রেফতার করে। সন্দেহভাজন জঙ্গি হামলাকারী হিসেবে চিহ্নিত করে হয়রানি করায় কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এই মুসলিম নারী।


আমেরিকায় পুলিশের বিরুদ্ধে হিজাবী নারীর মামলা

বার্তা সংস্থা ইকনা: আমেরিকায় অধ্যয়নরত সৌদি মুসলিম নারী ইতিমিদ আল মাতার' বলেন: "পাতাল রেল স্টেশন থেকে পুলিশ আমাকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পর মাথা থেকে আমার স্কার্ফ খুলে ফেলে।"

সিকিউরিটি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখো যায়, পুলিশ স্টেশন সিঁড়ির উপর ইতিমিদ আল মাতারকে আঘাত করে ফেলে দেয় এবং তার হাতে হাতকরা বাধার পরে তার স্কার্ফ খুলে ফেলে। আর এর প্রতিবাদে তিনি দাবী করেছেন, এরফলে তার নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

এদিকে, পুলিশের লিখিত প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র হিজাব থাকার কারণেই ইতিমিদকে গ্রেফতার করা হয়েছে।

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের শিকাগো শাখা উকিল ফিল রবার্টসন এই ঘটনাকে বিদেশী বিদ্বেষ, বর্ণবাদ এবং ইসলাম বিদ্বেষ বলে অবিহিত করেছেন।

২০০১ সালে পূর্বে আমেরিকায় হিজাবকে একটি ভিন্ন পোশাক হিসেবে ধরা হত এবং শুধুমাত্র একটি ধর্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হত। তখন হিজাবে কোন নেতিবাচক দিক ছিল না।

কিন্তু ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পরে হিজাবকে নেতিবাচক ভাবে দেখা হয় এবং এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে হিজাবের বিরুদ্ধে বিভিন্ন ন্যক্কারজনক পদক্ষেপ গ্রহণ করা হয়।

iqna



ট্যাগ্সসমূহ: আমেরিকা ، হিজাব ، মুসলিম ، ইকনা
captcha